ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

পাঁচবিবিতে এক রাতে চার বাড়িতে দুর্ধর্ষ চুরি

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ১২:১৫ পিএম
গভীর রাতে ঘরের জানালা কেটে ভেতরে প্রবেশ করে চুরি। ছবি- রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে একই রাতে চারটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার (২৭ জুলাই) গভীর রাতে সংঘটিত এসব ঘটনায় চোরেরা স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রীসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নেয়। 

ভুক্তভোগী পরিবারগুলো জানিয়েছে, চোরেরা গভীর রাতে ঘরের জানালা কেটে ভেতরে প্রবেশ করে চুরি করে। চোরেরা চেতনানাশক স্প্রে ব্যবহার করে সবাইকে অচেতন করে রাখে।

প্রথম ঘটনাটি ঘটে আ. জব্বারের ছেলে মাহমুদুন নবী কলম মাস্টারের বাড়িতে।

পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমিয়ে পড়ার পর চোরেরা জানালা কেটে ঘরে ঢুকে আলমারিতে রাখা নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

পরদিন ফজরের নামাজের পর ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখে পরিবারের সদস্যরা চুরির বিষয়টি বুঝতে পারেন।

এরপর ধীরে ধীরে আরও তিনটি বাড়িতে চুরির খবর প্রকাশ্যে আসে।

মজিবর রহমান মোজামের ছেলে হাবিবুর রহমানের বাড়ি থেকে চুরি গেছে প্রায় ২ ভরি স্বর্ণ। কিনু মিয়ার ছেলে আব্দুর রশিদের বাড়ি থেকে চুরি গেছে ৪০ হাজার টাকা। আইয়ুব আলীর ছেলে তুহিনের বাড়িতে চোরেরা প্রবেশ করলেও কোনো মালামাল নিতে পারেনি।

ভুক্তভোগী কলমের ভাই মাহফুজার রহমান অভিযোগ করে বলেন, এলাকার একটি চোর চক্র দীর্ঘদিন ধরে স্যালো মেশিন, পানি উত্তোলনের মোটরসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে। আমাদের ধারণা, এই স্থানীয় চোররাই এসব চুরির সঙ্গে জড়িত।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। তদন্ত শুরু হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একই রাতে একাধিক বাড়িতে চুরির ঘটনায় পুরো শ্রীমন্তপুর গ্রামে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। স্থানীয়রা রাত জেগে পাহারা দেওয়ার উদ্যোগ নিচ্ছেন বলে জানা গেছে।