ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

জয়পুরহাটে যুবককে বস্তায় ভরে আগুনে পুড়িয়ে হত্যা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৮:৫৯ এএম
জয়পুরহাটের আক্কেলপুরে বস্তায় ভরে এক ব্যক্তিকে কলাবাগানে এনে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ছবি- রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের আক্কেলপুরে বস্তায় ভরে এক ব্যক্তিকে কলাবাগানে এনে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের কাঁদোয়া বটতলী এলাকার একটি কলাবাগান থেকে দগ্ধ লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে পুড়ে যাওয়া অজ্ঞাতপরিচয় এক পুরুষের লাশ পাওয়া যায়। নিহতের পরনে ছিল লাল রঙের স্যান্ডো গেঞ্জি ও কালো প্যান্ট। বয়স আনুমানিক ৩৫ বছর। লাশের মুখমণ্ডল সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে এবং একটি পায়ের হাঁটুর কাছে প্লাস্টিকের বস্তার অংশ দেখা গেছে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ভিকটিমকে অন্য কোথাও হত্যা করে পরে বস্তায় ভরে কলাবাগানে এনে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

কলাবাগান মালিক বিকাশ চন্দ্র দেবনাথ বলেন, ‘আমি রাত ৮টার পর আমার পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখি বাগানে আগুন জ্বলছে। কাছে গিয়ে দেখি ৪-৫টি বস্তা ও পাতা-লাকড়ির সঙ্গে একজন মানুষ পুড়ছে। দ্রুত স্থানীয় লোকজনকে খবর দিই।’

স্থানীয় মো. আসাদুজ্জামান বলেন, ‘বিকাশ এসে আমাদের জানালে আমরা ছুটে যাই। গিয়ে দেখি আগুনে একজন দাউ দাউ করে পুড়ছে। পরে আমরা বাটিতে করে পানি এনে আগুন নিভাই।’

কলাবাগানের জমির মালিক আহসান হাবিব বর্তমানে নওগাঁয় বসবাস করেন। বিকাশ দেবনাথ জমিটি পত্তনিতে নিয়ে কলাচাষ ও পাশের পুকুরে মাছচাষ করে থাকেন।

আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম বলেন, ‘লাশের মাথা ও শরীরের কিছু অংশ আগুনে পুড়ে গেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, অন্য কোথাও হত্যার পর এখানে এনে আগুনে পোড়ানো হয়েছে।’

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনার তদন্ত চলছে এবং হত্যার কারণ ও দায়ীদের শনাক্তে কাজ করছে পুলিশ।