ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

কালাইয়ে অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৮:৩৩ এএম
জয়পুরহাটের কালাইয়ে জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ছবি- রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের কালাইয়ে অবৈধভাবে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বিপুল পরিমাণ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত করিমপুর মোড়ের পাশের খাল, পাঁচগ্রাম ও জালাইগাড়ি সড়কের দুই পাশে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৪/ক ধারায় মোলামগাড়ি বাজারের সিদ্দিক নামে এক ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান। পরে জব্দ করা জালগুলো উপজেলা পরিষদ চত্বরে নিয়ে এসে পুড়িয়ে ধ্বংস করা হয়। এর আগে গত কয়েক দফাতেও একইভাবে জব্দ জাল ধ্বংস করেছে প্রশাসন।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরী, আইসিটি টেকনিশিয়ান এস এম তারেকুল ইসলাম, অফিস সহকারী সোহেল রানা প্রমুখ।

ইউএনও শামিমা আক্তার জাহান বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এবং জনস্বার্থে অবৈধ জাল দিয়ে মাছ শিকারকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।