ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

আক্কেলপুরে বিদ্যালয়ের আটটি সিলিং ফ্যানের সঙ্গে চারটি ফুটবলও চুরি

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৭:১৮ পিএম
চকরঘুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি কক্ষের হ্যাজবল কেটে আটটি ফ্যান ও চারটি ফুটবল চুরি হয়েছে। ছবি- রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের চকরঘুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস ও পাঠদান কক্ষের হ্যাজবল কেটে চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বুধবার (২৭ আগস্ট) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্কেলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় দিকে ক্লাস শেষে বিদ্যালয়ে তালা দিয়ে চলে যায় প্রধান শিক্ষক। বিদ্যালয়ে কোনো নৈশপ্রহরী না থাকায় মঙ্গলবার গভীর রাতে অফিস ও পাঠদান কক্ষের হ্যাজবল কেটে ভিতরে প্রবেশ করে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের দুটি কক্ষের তালা কেটে আটটি সিলিং ফ্যানের সঙ্গে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য রাখা ফুটবল নিয়ে গেছে। বিদ্যালয়ের অফিসকক্ষের আলমারির তালা ভেঙে কাগজপত্রও তছনছ করেছে। খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পবিত্র কুমার রূপালী বাংলাদেশকে জানান, ‘সকালে স্কুলে এসে দেখি, অফিস ও পাঠদান কক্ষের হ্যাজবল কেটে আটটি ফ্যান ও শিক্ষার্থীদের খেলার সামগ্রী চুরি হয়েছে। চোরেরা অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র আলমারি থেকে বের করে ছড়িয়েছিটিয়ে ফেলে যায়। পরে উপজেলা প্রথমিক শিক্ষা অফিসে অবগত করে আক্কেলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। এ ঘটনায় দ্রুত চোর চক্রদেরকে গ্রেপ্তারসহ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করছি।’

বিদ্যালয়ে শিক্ষার্থী আয়েশা জানায়, ‘চোরেরা আমাদের কক্ষের ফ্যান চুরি করেছে। অতিরিক্ত গরমে আমাদের পাঠদান ব্যহত হচ্ছে। চোর গ্রেপ্তারসহ প্রশাসনের কাছে বিচার দাবি করছি।’

স্থানীয় রিফাতসহ এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানান, ‘বিদ্যালয়ে চুরির ঘটনা খুবই দুঃখজনক। প্রশাসনের কাছে দ্রুত চুরির ঘটনায় জড়িত সকলকে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সিদ্দিকুর রহমান রূপালী বাংলাদেশকে জানান, ‘চুরির বিষয়টি আমি অবগত নই।’

তিনি আরও বলেন, এ উপজেলা ১৬টি প্রাথমিক বিদ্যালয়ে কোনো নৈশ্যপ্রহরী নেই। এতে অরক্ষিত থাকে বিদ্যালয়গুলো।

আক্কেলপুর থানার ওসি মো. শফিকুর ইসলাম রূপালী বাংলাদেশকে বলেন, চকরঘুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় বুধবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পবিত্র কুমার বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে দ্রুত চুরির ঘটনায় চোরচক্রকে দ্রুত গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে।