ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

সাড়ে পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ১০:৩৪ এএম
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত। ছবি- রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের আক্কেলপুরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর পৌনে ৪টার দিকে আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে ভদ্রকালী এলাকায় এ ঘটনা ঘটে।

এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকে। পরে সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আক্কেলপুর রেলস্টেশন সূত্রে জানা যায়, লাইনচ্যুত হওয়া বগিটি ইঞ্জিন থেকে মাঝামাঝি স্থানে ছিল। হলহলিয়া সেতুর আগে হঠাৎ বগিটি লাইনচ্যুত হয়। তখন ধোঁয়া ও পোড়া গন্ধ বের হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেড় কিলোমিটার সামনে ভদ্রকালী এলাকায় ট্রেনটি থামানো হয়। পরে লাইনচ্যুত বগি আলাদা করে ট্রেনটি পাঁচটি বগি নিয়ে জয়পুরহাট স্টেশনে পৌঁছায়।

সকাল ৮টার দিকে পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগিটি তুলে আক্কেলপুর স্টেশনে আনে। এতে রেললাইনের বেশ কয়েকটি স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে।

আক্কেলপুর স্টেশন মাস্টার রেহানা পারভীন বলেন, উদ্ধারকারী ট্রেন এসে সকাল সোয়া আটটার পরে লাইনচ্যুত ট্রেনটির বগি উদ্ধার করে। ঘটনার পর পাঁচটি বগি নিয়ে ট্রেনটি জয়পুরহাট স্টেশনে অবস্থান করে। পাঁচ ঘন্টার পরে উত্তরবঙ্গের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

যাত্রী কামরুল হাসান মিঠু বলেন, আমি লাইনচ্যুত বগি থেকে তিনটি বগি পেছনে ছিলাম। তিলকপুর অতিক্রমের পরই ধোঁয়া ও পোড়া গন্ধ পাই। পরে ট্রেনটি ভদ্রকালী এলাকায় গিয়ে থামে।

আরেক যাত্রী সাইফুল জানান, ট্রেনটি হলহলিয়া সেতু অতিক্রম করার পর লাইনচ্যুত হয়। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। প্রায় দেড় কিলোমিটার স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আমরা দুর্ভোগে পড়েছি।