জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক যাত্রাবিরতি শুরু হয়েছে। জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সচিব আব্দুল বারীর উদ্যোগে এবং স্থানীয় বিএনপি নেতাদের তত্ত্বাবধানে রেল মন্ত্রণালয়ে যাত্রাবিরতির জন্য আবেদন করা হয়।
দীর্ঘ এক মাসের প্রক্রিয়া শেষে আক্কেলপুর স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতির অনুমোদন পাওয়া যায়। অবশেষে আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে এখানেই নিয়মিত যাত্রাবিরতি শুরু করে চিলাহাটি এক্সপ্রেস।
এ স্টেশনে যাত্রাবিরতির জন্য ১১টি এসি ও ১০ নন-এসি মোট ২১টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। উদ্বোধনী দিনে সকাল ৮টা ৪৫ মিনিটে ট্রেনটি স্টেশনে পৌঁছালে ট্রেনের পরিচালক, লোকোমাস্টার (চালক), স্টেশন মাস্টার এবং ঢাকা গামী যাত্রীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আক্কেলপুর বাসী।
এ সময় উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপি নেতা সাবেক পৌর মেয়র আলমগীর চৌধুরী বাদশা, উপজেলা বিএনপি আক্কেলপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম চপল, আক্কেলপুর রেলস্টেশনে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির সমন্বয়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রউফ মাজেদ, বিএনপি নেতা তরিকুল ইসলাম তুহিন প্রমুখ। এ সময় তারা রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনলাইন এক্টিভিস্ট আরমান হোসেন বলেন, আক্কেলপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি। ট্রেন চালুর পর থেকেই আন্দোলন চলছিল এবং এখন এই যাত্রাবিরতি পেয়ে এলাকাবাসী উপকৃত হবে।
আক্কেলপুর স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, রেল মন্ত্রণালয় তিন মাসের জন্য সাময়িক যাত্রাবিরতির অনুমতি দিয়েছে। স্টেশন লাভজনক হলে এটি স্থায়ী হবে। প্রথম দিনের যাত্রাবিরতি সফলভাবে সম্পন্ন হয়েছে।

-20251201134159.webp)

