ঢাকা সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫

রাঙামাটিতে প্রধান সমন্বয়কারীসহ এনসিপির ৩ নেতার পদত্যাগ

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০৪:০১ পিএম
প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা ও সর্বমিত্র চাকমা। কোলাজ ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাঙামাটি জেলা শাখার প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমাসহ তিন জন দলটি থেকে সরে দাঁড়িয়েছেন।

রোববার (৩০ নভেম্বর) রাতে বিপিন জ্যোতি চাকমা নিজের ফেসবুক পেজে তার ছবিসহ বিবৃতি দিয়ে জানান, তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন।

মুঠোফোনে বিপিন জ্যোতি চাকমা রূপালী বাংলাদেশকে বলেন, ‘আমি পারিবারিক ও ব্যক্তিগত কারণে এনসিপি থেকে সরে দাঁড়ালাম, তথা পদত্যাগ করলাম। কোনোপ্রকার চাপ ছিল না।’

অপরদিকে, জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির সংগঠক সর্বমিত্র চাকমা রোববার রাতে পদত্যাগ করেন। এর আগে এনসিপি রাঙামাটি জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী উজ্জ্বল চাকমা দল থেকে পদত্যাগ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে উজ্জ্বল চাকমা ও সর্বমিত্র চাকমাকে ফোনে পাওয়া যায়নি; তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।