বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী জামছড়ি এলাকায় মাইন বিস্ফোরণ, অবৈধ সীমান্ত অতিক্রম, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মাইন বিস্ফোরণে আহত ৬ জনকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি ২০০ জনের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও খাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর তত্ত্বাবধানে অধীনস্থ জামছড়ি বিওপিতে মাইন বিস্ফোরণ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাম্প্রতিকালে মায়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ৬ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি ২০০ জন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান এবং খাদ্য বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মাইন বিস্ফোরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিজিবি অধিনায়ক।
এ সময় উপস্থিত সকলে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের উপ-অধিনায়কসহ অন্যান্য অফিসার, বিজিবি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।