ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পার্বত্য জেলা খাগড়াছড়িতে বর্ণাঢ্য বিজয় র্যালি ও সমাবেশ করেছে বিএনপি।
দলটির খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে বুধবার (৬ আগস্ট) দুপুরের দিকে জেলা শহরের চেঙ্গী স্কোয়ার থেকে বিজয় র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন করে মুক্তমঞ্চে এসে জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা'র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ- সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই উল্লেখ করে ওয়াদুদ ভূইয়া বলেন, ‘অবিলম্বে দেশের মানুষের দাবি মেনে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানান।’
তিনি আরও বলেন, ‘আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর নির্যাতনের কথা ভুলবো না, আমরা ভুলবোনা দেশনায়ক তারেক রহমানের উপর চালানো ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের কথা।’
এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরি মারমা, মংসাথোয়াই চৌধুরী, সাধারণ সম্পাদক এম এন আফছার, যুগ্ন সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজয় র্যালি ও সমাবেশে বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে ফ্যাসিস্ট বিরোধী স্লোগান নিয়ে বিজয় র্যালি ও সমাবেশে যোগ দেয়।
আপনার মতামত লিখুন :