ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

খাগড়াছড়ির সহিংসতায় ইউপিডিএফ দায়ী: সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৫:২৪ পিএম
প্রেসব্রিফ করেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। ছবি- রূপালী বাংলাদেশ

খাগড়াছড়ি ও গুইমারায় সংঘটিত সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে দায়ী করেছেন সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়িতে এক সাংবাদিক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। 

জেনারেল হাসান মাহমুদ বলেন, ‘ধর্ষণ ঘটনাকে পুঁজি করে সাধারণ পাহাড়ি নারী ও কোমলমতি শিক্ষার্থীদের সামনে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে সংগঠনটি। এসব কর্মসূচিতে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে দেশীয় ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে ফায়ারিং করা হচ্ছে।’

তিনি বলেন, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও অবিচ্ছেদ্য অংশ রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখবে।

ব্রিফিংয়ে ইউপিডিএফকে দেশের স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান ব্রিগেডিয়ার মাহমুদ। একইসঙ্গে চলমান অবরোধ প্রত্যাহারের জন্যও তিনি আহ্বান জানান। তিনি জানান, অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এলাকাভিত্তিক ১৪৪ ধারা বহাল রাখার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে।

পাহাড়ে শান্তি বিনষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ইউপিডিএফকে সতর্ক করেন রিজিয়ন কমান্ডার।

বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত কাজ করছে এবং ভবিষ্যতেও করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনার জেরে ২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতায় তিনজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আজ মঙ্গলবার খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় উদ্ভূত পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। সর্বত্রই বিরাজ করছে থমথমে অবস্থা। জুম্ম ছাত্র-জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চতুর্থদিনের মতো চলছে। 

যদিও সংগঠনটির পক্ষ থেকে গতকাল দুপুরে খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে অবরোধ শিথিলের ঘোষণা দেয়া হয়েছিল, তারপরও আজও যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ সড়ক যোগাযোগও অচল হয়ে পড়েছে। ফলে মালবাহী শতাধিক ট্রাক আটকে আছে। তবে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।