ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

গণতন্ত্রের সূচনা করবেন তারেক রহমান: মঞ্জু

খুলনা ব্যুরো
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ১১:১৮ পিএম
বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল। ছবি- রূপালী বাংলাদেশ

বাকশালের পরিবর্তে গণতন্ত্র এনেছিলেন জিয়াউর রহমান, সামরিক স্বৈরশাসনের গোরস্থানে গণতন্ত্র এনেছিলেন খালেদা জিয়া আর ফ্যাসিবাদের জায়গায় তারেক রহমান গণতন্ত্রের সূচনা করবেন বলে মন্তব্য করেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

শুক্রবার (১৫ আগস্ট) বাদ আসর নগরীর কেডিএ এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে সভাপতিত্বকালে এসব কথা বলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

তিনি বলেন, যারা ক্ষমতাচ্যুত হয়েছিল, তাদের ক্ষমতায় আসতে আবার বহু বছর লেগেছে। মুসলিম লীগ আসতে পারেনি, আওয়ামী লীগের লেগেছিল ২১ বছর। আর খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি মাত্র ৯ বছরে আবার ক্ষমতায় এসেছিল। এই অর্জনের মূল কাণ্ডারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সামরিক স্বৈরশাসনের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্রের ইতিহাস তার হাত ধরেই রচিত হয়েছে। তিনি দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ঘুরে দাঁড়িয়েছিল।

তিনি আরও বলেন, শহীদ জিয়ার হাত ধরে প্রতিষ্ঠা পাওয়া বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। বহু মানুষ ছেড়ে গেছে, কিন্তু দুঃসময়ে দলের হাল ধরেছিলেন খালেদা জিয়া। সামরিক স্বৈরশাসনের গোরস্থানে গণতন্ত্র এনেছিলেন তিনি। ফ্যাসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন তারেক রহমান। দেশের মানুষ সেই শুভ দিনের প্রতীক্ষায় আছে।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মীর মোহাম্মদ বাবু এবং দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল গফ্ফার।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং একই সঙ্গে ১৯৭১-এর মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহীদগণ, ১৯৯০-এর গণতান্ত্রিক আন্দোলনে ও ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করে দোয়া হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, খায়রুল ইসলাম লাল, এড. গোলাম মওলা, আনোয়ার হোসেন প্রমুখ।