কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সাহেদ মিয়াকে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে পুলিশে দেওয়া হয়।
বুধবার (৭ মে) রাতে তাকে সদর উপজেলার চৌদ্দশত পূর্ব পাড়া এলাকা থেকে আটক করা হয়।
তিনি একই ইউনিয়নের জিনারাই গ্রামের আব্দুল করিমের ছেলে এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার।
এ প্রসঙ্গে চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাহার আলী গণমাধ্যমকে জানান, চৌদ্দশত ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সাহেদ মিয়ার বাড়ি জিনারাই গ্রামে।
তিনি বলেন ‘অনৈতিক কাজ করার জন্য বুধবার গভীর রাতে ওই প্রবাসীর স্ত্রী ঘরে প্রবেশ করেন। এ ঘটনা টের পেয়ে যায় এলাকাবাসী। পরে তাকে ধরে পুলিশে দেন তারা।’
আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কিশোরগঞ্জ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
আপনার মতামত লিখুন :