ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক এবং সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ হারুনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক (যুগ্ম আহবায়ক মর্যাদা) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশে বলা হয়, গত ১৭ জুন ৬/৩ নয়াপল্টন নিবাসী জহিরুল ইসলাম রুমি একটি পত্রে আপনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ দায়ের করে একটি অভিযোগ পত্র দিয়েছেন।
অভিযোগসমূহ (১) অভিযোগকারীর বাড়ী পূনরায় দখলের চেষ্টা, (২) প্রাণনাশের হুমকি, (৩) অভিযোগকারী ও তার স্ত্রীর নামে বনানী ও যাত্রাবাড়ী থানায় মিথ্যা, হয়রানীমূলক হত্যা ও চাঁদাবাজীর মামলা দায়ের করতে অন্যকে প্ররোচিত করা, (৪) আপনি এবং আপনার ভাবী কর্তৃক ভুয়া আইনজীবী, ভুয়া সাংবাদিক দিয়ে বাড়ী দখলের চেষ্টা এবং অনলাইন ও নিউজ মিডিয়াতে মিথ্যা তথ্য প্রচার ইত্যাদি।
নোটিশে আরও উল্লেখ করা হয়, ইতিপূর্বে (৫ আগস্ট পরবর্তী সময়ে) একবার উক্ত ব্যাক্তির অভিযোগের প্রেক্ষিতে মহানগর শীর্ষ নেতৃবৃন্দ কর্তৃক আপনাকে মৌখিকভাবে সতর্ক করার পরেও বিষয়টি অব্যাহত রয়েছে।
চিঠিতে বলা হয়, অভিযোগের প্রেক্ষিতে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না এই মর্মে পত্র প্রাপ্তির ৪ (চার) কর্মদিবসের মধ্যে লিখিতভাবে মহানগর কার্যালয়ে জবাব দেয়ার জন্য বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এর নির্দেশক্রমে আপনাকে অনুরোধ জানানো হলো।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন