ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

হোসেনপুরে যোগ দিলেন নতুন এসিল্যান্ড মোহসী মাসনাদ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০২:২৫ পিএম
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা এসিল্যান্ড মোহসী মাসনাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছবি- রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোহসী মাসনাদ।

রোববার (২৪ আগস্ট) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মোহসী মাসনাদ ৪০তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নিজ জেলা কুষ্টিয়া।

নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, উপজেলা এসিল্যান্ড অফিসকে দালাল ও প্রতারণামুক্ত রাখতে কাজ করব। জনগণ সরাসরি এসিল্যান্ডের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। তাদের হয়রানিমুক্ত ও দ্রুত ভূমি সেবা দেওয়াই হবে আমার প্রথম অগ্রাধিকার।