কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনের স্লোগান ছিল-‘সেবা-ঐক্য-প্রগতি’ এবং ‘স্বেচ্ছাসেবক জনতা গড়ে তোলে একতা।’
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস আলী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শহিদুল ইসলাম সেলিম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবু নাসের সুমন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহীদুল্লাহ কায়সার শহীদ।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন-কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহীদুল্লাহ কায়সার শহীদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুজ্জামান শরীফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান অপু, মো. মতিউর রহমান, শহীদুজ্জামান তারেক, সদস্য শফিকুজ্জামান শফিক, শাহ আলম রুবেল, মো. আলমগীর হোসেন আলম, মো. গিয়াস উদ্দিন, দেলোয়ার হোসেন রনি, কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম খান, মো. আলমগীর হোসেন, মো. মুরশেদ মিয়া, কটিয়াদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবুল কাশেম, যুগ্ম-আহ্বায়ক সৈয়দ হাকিকুল ইসলাম, মো. সাগর ইসলাম রিপন, মো. গেন্দু মিয়া, লোহাজুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুম, মুমুরদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. লিটন মিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীবৃন্দ।
কর্মী সম্মেলনের দ্বিতীয় পর্বে কটিয়াদী উপজেলার চাঁন্দপুর, আচমিতা, মসূয়া ও জালালপুর-এই চারটি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।