ঢাকা শুক্রবার, ১৬ মে, ২০২৫

উলিপুরে বজ্রপাতে নারীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০৩:০৬ পিএম
প্রতীকী ছবি

কু‌ড়িগ্রামের উলিপুরে মাঠ থেকে গরু আনতে গ‌িয়ে বজ্রপাতে চামেলি রানী (৪০) না‌মরে এক নারীর মৃত‌্যু হ‌য়‌েছে। 

শুক্রবার (১৬ মে) দুপুরের দ‌িকে উপ‌জলোর ধরণীবা‌ড়ি ইউনিয়নের মধুপুর ক্ল‌িন‌িকের পাড় এলাকায় এ ঘটনা ঘ‌টে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গ‌েছে, বেলা ১১টার দ‌িকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ওই গ্রামের মদন চ‌ন্দ্ররে স্ত্রী চামেলি রাণী খ‌ড়রে গাদা থ‌েকে গরু গোয়াল ঘরে আনতে যান। এ সময় বজ্রপা‌ত হলে ঘটনাস্থ‌লইে তার মৃত্যু হয়। এতে চামেলি রাণীর এক‌টি বকনা গরুও মারা যায়। চামেলি রাণী দুই সন্তানের জননী বলে জানা গ‌েছে।

উলপিুর থানার ওসি ‌জিল্লুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পু‌লিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব‌্যবস্থা নেওয়া হবে।’