ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক কারবারি আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ১১:২১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারির নাম মো. রাশেদুল হক (২৭)। তিনি অনন্তপুর বালাবাড়ী গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অনন্তপুর বিওপির আওতাধীন বালাবাড়ী ভাগুয়ার ভিটা এলাকায় অভিযান চালান বিজিবি সদস্যরা। অভিযানে ৩৩ বোতল ইস্কাফ সিরাপ ও একটি বাইসাইকেলসহ রাশেদুল হককে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে মাদকদ্রব্যসহ থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, ‘দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।’