কুড়িগ্রামের রাজারহাটে ব্র্যাকের ‘একসেলারেটেড এডুকেশন মডেল’ বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতায় রাজারহাট উপজেলা মডেল মসজিদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্র্যাকের জেলা সমন্বয়ক সৈয়দ ফাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফ আহমেদ, সমাজসেবা অফিসার মশিউর রহমান মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, সমবায় অফিসার দেলোয়ার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা জোবায়েদ হোসেন, ব্র্যাক শিক্ষা কর্মসূচির রংপুর ডিভিশনাল ম্যানেজার শফিকুল ইসলাম, উপজেলা ব্যবস্থাপক আব্দুল হাই এবং এলাকা ব্যবস্থাপক (দাবি) জান্নাতুল এমরান চৌধুরী। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান বলেন, ‘ব্র্যাকের শিক্ষা কর্মসূচি আরও বেগবান হবে—এই প্রত্যাশা করছি। শিক্ষার বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন