জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখা এক বিশাল গণমিছিলের আয়োজন করে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪টায় মিছিলটি কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় থেকে শুরু হয়ে পৌরসভা ভবনের সামনে গিয়ে এক সমাবেশে পরিণত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর অঞ্চল টিমের সদস্য অধ্যক্ষ খন্দকার আলী মুহসিন, কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাশেম, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার, জেলা নায়েবে আমির মো. আব্দুল গফুর, জেলা সহকারী সেক্রেটারি মাজহারুল হক মোমিন এবং শহর সভাপতি মো. এনামুল হক।
সমাবেশে জেলা আমির অধ্যাপক আবুল হাশেম বলেন, ‘এ দেশের সাধারণ মানুষের তুমুল আন্দোলনের মুখে স্বৈরাচারী হাসিনা গত বছর এই দিনে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান। এ দেশের মানুষ রক্ত দেবে, জীবন দেবে, কিন্তু স্বৈরাচারের কাছে মাথা নত করবে না।’
তিনি আরও বলেন, ‘আজকের এই দিনে আমরা দেশের সকল মানুষের ভোটাধিকার, স্বৈরাচারের বিচার এবং রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি সর্বজনীন বাংলাদেশ গঠনের প্রত্যাশা ব্যক্ত করছি।’
আপনার মতামত লিখুন :