কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানের সময় এক সোর্স সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গুলিবিদ্ধ সোর্স আব্দুল হামীদ (৪০)-কে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নুরুজ্জামানের বাড়িতে অবৈধ অস্ত্র ও মাদক কেনাবেচার খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা সোর্স আব্দুল হামীদকে লক্ষ্য করে গুলি চালায়, যার ফলে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
অভিযানস্থল থেকে ৫০ পিস ইয়াবা ও একটি হিরো ডিলাক্স মোটরসাইকেল জব্দ করা হয়। নুরুজ্জামানকে আটক করা হয়েছে। সে স্থানীয় ককিল তাগাদগিরির ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা নুরুজ্জামানকে ইয়াবাসহ আটক করেছে। আহত সোর্সকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাতকদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন