“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। রোববার ১৯ জানুয়ারি সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার।
এসময় উপস্থিত ছিলেন-সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামশেদ আলম রানা, সহকারী কমিশনার (ভূমি) অভি দাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ সহ উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা একযোগে অনুষ্ঠিত হচ্ছে।
মেলায় ২৬টি স্টলে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা সিনিয়র ও জুনিয়র গ্রুপে অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেছে। প্রকল্পগুলোর মধ্যে ছিল পরিবেশবান্ধব প্রযুক্তি, রোবোটিক্স, নবায়নযোগ্য শক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক উদ্ভাবন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্টল পরিদর্শন করেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের প্রকল্প সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে উৎসাহ প্রদান করবে এ মেলা। বিজ্ঞান শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের মেলা তাদের সৃজনশীলতাকে উদ্দীপ্ত করবে। এ ধরনের সৃজনশীল ও উদ্ভাবনী কাজে অংশ নিলে ক্যারিয়ারে ইতিবাচক ভূমিকা রাখে। তোমাদের হাল ছেড়ে দিলে চলবে না। দেশের বাস্তবমুখী সমস্যা নিয়ে কাজ করে যেতে হবে। একই সঙ্গে সহানুভূতিশীল মন নিয়ে কাজ করতে হবে সবাইকে। তবেই নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে যাবে বাংলাদেশ। এবারের বিজ্ঞান উদ্ভাবন মেলার মাধ্যমে বিজ্ঞানচর্চার পথ আরও বিকশিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন