লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে নকল, স্যাম্পল ঔষধ বিক্রি ও মজুত করায় তিন ওষুধ বিক্রেতার ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা এ জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে নূর মেডিকেল হলের স্বত্ত্বাধিকারী মাকসুদুর রহমানের ২০ হাজার টাকা, বিসমিল্লাহ ফার্মেসীর স্বত্ত্বাধিকারী নাহিদ হোসাইনের তিন হাজার টাকা ও ফেরী করে ওষুধ বিক্রি করায় সামছুল ইসলাম নামে এক ব্যক্তির তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় ঔষধ প্রশাসন অধিদপ্তর ও চন্দ্রগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় নকল ঔষধ, স্যাম্পল ঔষধ বিক্রয় ও মজুত করার অপরাধে ঔষধ ও কসমেটিকস আইনে তিনজনের ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে রমজানে মান্দারী বাজার মনিটরিং করে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় মো: সুমন নামে এক দোকানীর দুই হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন