রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় লক্ষ্মীপুরের নিহত শিক্ষার্থী সায়ান ইউছুপের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের সায়ানের বাড়িতে যান বাহিনীর ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল।
তারা নিহতের কবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পণ করেন। এরপর তার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বাহিনীর সদস্যরা। বিমান বাহিনীর পক্ষ থেকে সবধরনের সহযোগীতার আশ্বাস দেওয়া হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন বিমান বাহিনীর উইন কমান্ডার মো. রেজাউল হক। তিনি বলেন, ‘যে আমরা বিমান বাহিনীর প্রধানের নির্দেশে নিহত শিক্ষার্থীর কবর জিয়ারত করতে এসেছি। এবং তার পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছি।’
বিমান দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এর আলোকে ব্যবস্থা নিব।’
নিহতের পিতা এ এফ এম ইউসুফ গণমাধ্যমকে বলেন, ‘এমন দুর্ঘটনা যেন কারও জীবনে না আসে এবং স্বাভাবিক জীবন-যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। স্বজনরা স্মৃতিস্তম্ভের দাবি জানান।
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ হয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী সায়ান ইউসুফ। পরেরদিন দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে জাতীয় বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সায়ান মারা যায়।

 
                             
                                    -20250729172309.webp)

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
       -20251031160223.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন