ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

দেশে এক ব্যক্তির শাসন আর চলবে না: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৯:৪৮ পিএম
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশে এক ব্যক্তির শাসন ব্যবস্থা আর চলতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরে সরকারি মার্চেন্টস একাডেমির মাঠে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এ্যানি বলেন, ‘একদলীয় ও এক ব্যক্তির শাসন ব্যবস্থায় ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ ও স্বৈরাচারী মানসিকতা বাংলাদেশের শাসন ব্যবস্থাকে বিপর্যস্ত করেছে। সাধারণ মানুষের রাজনীতি, চলাফেরা ও জীবনযাত্রা সংকটাপন্ন হয়ে পড়েছে। এ অবস্থায় আর চলতে দেওয়া যায় না। তাই জনগণের স্বার্থে বিএনপি প্রথমে ২৭ দফা ও পরে ৩১ দফা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে থেকেও আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। দেশে নতুন সুশাসন ও শাসন ব্যবস্থা প্রয়োজন। বিশেষ করে ২০১৮ সালের পর থেকে তিনি একদলীয় শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন।’

বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, ‘বিগত ১৭ বছরে তিনি নির্যাতিত ও অত্যাচারিত হয়েছেন। সাজানো মামলায় তাকে কারাবন্দি করা হয়েছে। তবু দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গায় তিনি আজও অটল। তার পরামর্শেই বিএনপির নেতাকর্মীরা জনগণের আস্থা অর্জনে কাজ করছে।’

রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সহ-শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নিজান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু প্রমুখ।