লক্ষ্মীপুরে নকল খতিয়ান উপস্থাপন করে নামজারির আবেদন করায় মিরন ভূঞা নামের এক যুবককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা ভূমি অফিসে এই ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা।
দণ্ডপ্রাপ্ত মিরন ভূঞা সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও জামশেদ আলম রানা বলেন, সরকারি আদেশ অমান্য করে নকল খতিয়ান জমা দিয়ে নামজারির আবেদন করেন মিরন। বিষয়টি শনাক্ত হওয়ার পর বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরও বলেন, ভূমি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিয়মিত নজরদারি চলছে। অনিয়ম বা জালিয়াতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন