মাদারীপুরের ডাসারে পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ে না করায় প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন ২২ বছরের এক তরুণী।
শুক্রবার (১৮ জুলাই) রাতে উপজেলার পূর্ব কমলাপুর গ্রামে কম্পিউটার ব্যবসায়ী নাসির উদ্দিন মাতুব্বরের বাড়িতে গিয়ে তিনি এ অনশন শুরু করেন।
ভুক্তভোগী তরুণীর অভিযোগ, ২০২১ সালের ১০ জুন কমলাপুর বাজারে নাসিরের কম্পিউটার দোকানে ফোন মেরামত করতে গিয়ে তাদের প্রথম পরিচয় হয়। সেখান থেকেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।
একপর্যায়ে তারা কুয়াকাটা ও দেশের বিভিন্ন স্থানে ঘুরতে যান এবং ঘনিষ্ঠতা বাড়ে।
পরবর্তীতে জীবিকার প্রয়োজনে সৌদি আরবে যান তরুণী। দেশে ফিরে নাসিরকে বিয়ের প্রস্তাব দিলে সে নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে থাকে।
একপর্যায়ে প্রেমিক নাসির যোগাযোগ বন্ধ করে দিলে হতাশ হয়ে তরুণী সরাসরি নাসিরের বাড়িতে এসে অবস্থান নেন এবং বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
অনশনরত তরুণী আরও বলেন, ‘নাসির আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব। আমার জীবন ধ্বংস হয়ে গেছে। ও আমার কাছ থেকে সব ডকুমেন্টও নিয়ে গেছে। যতক্ষণ না নাসির আমাকে বিয়ে করে, আমি এ বাড়ি ছেড়ে যাব না।’
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর ভিড় জমে যায় নাসিরের বাড়িতে। অনেকেই মোবাইলে ভিডিও ধারণ করেন। স্থানীয়ভাবে একাধিক সালিশ হলেও এখনো কোনো সমাধান হয়নি।
তবে অভিযোগ অস্বীকার করে নাসিরের বাবা খলিল মাতুব্বর বলেন, ‘আমার ছেলের সঙ্গে মেয়েটির কোনো সম্পর্ক নেই। সে দেড় মাস আগে বিদেশে গেছে। পাঁচ বছর প্রেম করলে কোনো প্রমাণ থাকবে না- এটা কীভাবে বিশ্বাস করব?’
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, ‘বিষয়টি আমাদের জানা আছে। নির্দিষ্ট অভিযোগ থাকলে আইনি সহায়তা দেওয়া হবে। থানা পুলিশ সবধরনের সহযোগিতা করতে প্রস্তুত।’
আপনার মতামত লিখুন :