জাতীয় শ্রমিক শক্তির ১০১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
এর আগে গত শুক্রবার (১৭ অক্টোবর) সকালে জাতীয় শ্রমিক শক্তি স্বতন্ত্র নামে আত্মপ্রকাশ করে। এ উপলক্ষে রাজধানীর বাংলামোটরস্থ নেভিগলিতে একটি অনুষ্ঠানের আয়োজন হয়েছিল।
শ্রমিক উয়িং (এনসিপি)-এর উদ্যোগে বাংলাদেশের শ্রমিক-জনতার ঐক্য, মর্যাদা, সংগ্রাম ও মুক্তির লক্ষ্যকে সামনে রেখে সংগঠিত হয়েছে জাতীয় শ্রমিক শক্তি।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে ২০২৪-এর গণঅভ্যুত্থানের মহানায়ক নাহিদ ইসলাম আহ্বায়ক হিসেবে মাজহারুল ইসলাম ফকির, সদস্য সচিব ঋআজ মোর্শেদ এবং মুখ্য সংগঠক আরমান হোসের নাম ঘোষণা করেন।
সেই ধারববাহিকতায় জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষিত হয়। এটি আগামী এক বছর সংগঠনের গঠনতন্ত্র, ইশতেহার প্রণয়ন, কর্মসূচি বাস্তবায়ন ও সাংগঠনিক বিস্তারের কার্যক্রম পরিচালনা করবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন