ঢাকা সোমবার, ২৮ জুলাই, ২০২৫

ভারত থেকে অবৈধভাবে প্রবেশকালে ১০ রোহিঙ্গা আটক

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০৩:২৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১০ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ ব্যাটালিয়ন।

রোববার (২৮ জুলাই) ভোর ৫টার দিকে বড়লেখা থানার নয়াগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী করমপুর এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। এ সময় সীমান্ত সংলগ্ন পাহাড়ি এলাকায় ঘোরাফেরা করছিল তারা। বিজিবির নিয়মিত টহল দলের সদস্যরা সন্দেহজনকভাবে তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে ১ জন পুরুষ, ৩ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, প্রায় পাঁচ বছর আগে সাতক্ষীরা সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং সেখানে বিভিন্ন জায়গায় কাজ করছিল। পরে সুযোগ পেয়ে তারা বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, ‘আটককৃতদের পরিচয় যাচাই করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তা ছাড়াও সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।’