মৌলভীবাজারে বৈষম্যহীন, ঘুষ, সুদ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক জেলা ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) জাতীয় ইমাম সমিতি, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুফতি মাওলানা মো. শামছুল ইসলাম। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মুফতি মাওলানা হিফজুর রহমান ফুয়াদ এবং সহ-সাধারণ সম্পাদক মুফতি মাওলানা বশির আহমদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ইমাম সমিতির মহাসচিব ও ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন (এর পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার), জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা উপ-পরিচালক মো. ফারুক আলম, সিলেট জেলা সভাপতি মাওলানা এহসান উদ্দিন এবং বিভাগীয় সাধারণ সম্পাদক মাওলানা শেখ মো. আব্দুল হক।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও সম্মেলনে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল, জামায়াতে ইসলামীর জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, হেফাজতে ইসলামের জেলা আহ্বায়ক মাওলানা জামিল আহমদ আনসারী, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস এবং আনজুমানে আল-ইসলাহর পক্ষ থেকে মো. সিরাজুল ইসলাম সিদ্দিকী।
বক্তারা বলেন, ‘সমাজে শান্তি ও নৈতিকতা প্রতিষ্ঠায় ইমামদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তাঁরা রাষ্ট্রীয়ভাবে ইমামদের জন্য ভাতা ও বেতন কাঠামো প্রবর্তন, বাসস্থানের নিশ্চয়তা এবং ইমাম কল্যাণ ট্রাস্টকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা আরও দাবি জানান, ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের যেন বিনাদোষে চাকরিচ্যুত করা না হয়।
সম্মেলনে ইমাম-খতিবদের সামাজিক মর্যাদা প্রদান এবং উপযুক্ত বেতন-ভাতার দাবি পুনর্ব্যক্ত করা হয়। ভিন্ন মাসলাকের ইমাম-খতিবগণ আজ ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, ‘ইমামরা সমাজে ইসলামের দাওয়াত, নামাজ, কেরাত ও মুসল্লিদের সঠিক পথে পরিচালনা করবেন।’
সম্মেলনটি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন