ঢাকা বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

আ.লীগ আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না: সারজিস

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৩:৩৪ পিএম
মৌলভীবাজার জেলা ও উপজেলা কমিটির নেতাদের সঙ্গে সমন্বয় সভা শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছেন সারজিস আলম। ছবি- রূপালী বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অংশগ্রহণে বাংলাদেশের ভবিষ্যতে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। এই দলটিকে নিষিদ্ধ করতে হবে। এ দলের বিচার চলছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ভারতীয় আধিপত্যবাদের ছায়ায় আর কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। আমরা একটি নতুন বাংলাদেশের পথে এগোচ্ছি সেখানে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। পৃথিবীর কোথাও বিপ্লবী শক্তি ও পরাজিত ফ্যাসিস্ট শক্তি একসঙ্গে রাজনীতি করে না। এক পক্ষ থাকবেই হয় বিপ্লবীরা থাকবে, নয়তো ফ্যাসিস্টরা। গত ৫ আগস্ট জনগণ আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, নিউ ইয়র্ক সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকা রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেওয়া অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রকাশ করে। এই দুর্বলতা এখন দেশজুড়েই প্রতিফলিত হচ্ছে।

অভ্যুত্থান ও রাজপথের আন্দোলনে গণঅধিকার পরিষদ এবং এনসিপি একসঙ্গে কাজ করছে উল্লেখ করে সারজিস আলম বলেন, মানুষ চায় এই দুটি দল একসঙ্গে থাকুক। এ নিয়ে ইতোমধ্যে আলোচনা চলছে।

এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস এবং মৌলভীবাজার জেলা এনসিপির প্রধান সমন্বয়ক ফাহাদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।