মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযান পরিচালনা করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।
শুক্রবার (১৫ আগস্ট) বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসানের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ইউএস ডলার ভারতে পাচার হবে। এই সংবাদ প্রাপ্তির পর অধিনায়কের নির্দেশনায় ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মো. হায়দার আলী এর নেতৃত্বে আভিযানিক দল সীমান্ত মেইন পিলার ৯ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফাশিতলা এলাকায় এ্যাম্বুশ স্থাপন করে।
দুপুর ১২টায় আভিযানিক দল একটি সন্দেহভাজন ব্যক্তিকে ঘাসের বস্তা নিয়ে বাইসাইকেলে আনন্দবাস গ্রামের দিকে যেতে দেখে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।
তল্লাশীর সময় ঘাসের বস্তার মধ্যে অভিনব কায়দায় লুকানো ৫টি প্যাকেট উদ্ধার করা হয়, যাদের মধ্যে ছিল ৫১,০০০ ইউএস ডলার।
এ ছাড়া আটককৃত ব্যক্তির নিকট থেকে ১টি বাইসাইকেল ও ১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৬২,০১,৫৪০/- টাকা (বাষট্টি লক্ষ এক হাজার পাঁচশত চল্লিশ)।
বিজিবি নায়েব সুবেদার মো. হারুন অর রশিদ বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা করেন। আটককৃত আসামিকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয় এবং জব্দকৃত ইউএস ডলার মেহেরপুর ট্রেজারী অফিসে আদালতের আদেশমূলে জমা করা হয়েছে।