ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫

মুন্সীগঞ্জে ফসলি জমি ও ভিটে রক্ষার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ১০:২৩ পিএম
চরমশুরা কাউয়াদি গ্রামে মানববন্ধন স্থানীয় এলাকাবাসীদের। ছবি- রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চরমশুরা কাউয়াদি গ্রামে মেঘনা নদীর তীরে ফসলি জমি রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে দাইমী কুঞ্জনগর মৌজার জমির মালিক ও স্থানীয় জনগণের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেন শিশু, নারী ও পুরুষসহ এলাকার সর্বস্তরের মানুষ। তারা জানান, উপজেলার মেঘনা নদীর মধ্যচর রমজানবেগ মৌজায় বালু উত্তোলনের অনুমতি পাওয়া মনির এন্টারপ্রাইজ ও সম্রাট এন্টারপ্রাইজ নামের দুটি প্রতিষ্ঠান সীমানা লঙ্ঘন করেছে।

 চরমশুরা কাউয়াদি গ্রামে ভিটে রক্ষায় মানববন্ধন স্থানীয়দের। ছবি- রূপালী বাংলাদেশ

তারা দাইমী কুঞ্জনগর মৌজায় অবৈধভাবে অর্ধশতাধিক ড্রেজার দিয়ে মাটি ও বালু উত্তোলন করছে। এর ফলে শত শত একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, রাতভর ড্রেজার দিয়ে ইজারা সীমার বাইরে বালু উত্তোলনের কারণে নদীভাঙনের মাত্রা বাড়ছে। এতে বসতভিটা হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন কৃষক ও মৎস্যজীবীরা।

তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এই অবৈধ কার্যক্রম বন্ধের জোর দাবি জানান।