মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বাসচাপায় এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার রান্ধুনীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাদ্রাসা ছাত্রীর নাম আররি (৬)।
নিহত আরবি স্থানীয় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসচালক জামাল পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, বাসচালক জামাল মাদকাসক্ত। মাদক গ্রহণ করে অসাবধানভাবে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে স্থানীয়রা জানান, ঘাতক বাসের ড্রাইভার জামাল একজন মাদকসেবী। তিনি মাদক খেয়ে বাস চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
টঙ্গীবাড়ী থানার ওসি সাইফুল আলম জানান, ঢাকা থেকে টঙ্গীবাড়ীগামী একটি বাস ছাত্রীটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আমার বেশ কয়েকজন সদস্য আহত হন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।