সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কলাবাগানের তেতুলতলা এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী শীর্ষ ও মাদক ব্যবসায়ী ইয়ামিন সিদ্দিকী নিশাতকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।
রোববার (১৩ জুলাই) রাত ১টায় তাকে গ্রেপ্তার করা হয়।
এক বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কলাবাগানের তেতুলতলা এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ইয়ামিন সিদ্দিকী নিশাতকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রদান করতে সবাইকে অনুরোধ জানিয়েছে।