ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫

সাভারে গ্যাস লিকেজে অগ্নিকাণ্ড, তিনজন হাসপাতালে 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৩:৩০ পিএম
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট| ছবি- সংগৃহীত

সাভারে একটি বাসায় গ্যাস লিকেজ হয়ে অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সোমবার (১৪ জুলাই) সাভারের নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- জুবায়ের হোসেন (৩০), তার স্ত্রী মাহমুদা আক্তার (২৭) এবং তাদের ছয় বছর বয়সি ছেলে মো. উমায়ের।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার সকালে রান্নাঘরে গ্যাস জমে থাকা অবস্থায় রান্না করতে গেলে হঠাৎ আগুন ধরে যায়। বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে তিনজনই দগ্ধ হন। প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান, পরে সেখান থেকে স্থানান্তর করা হয় বার্ন ইনস্টিটিউটে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ‘জুবায়ের হোসেনের শরীরের ৬০ শতাংশ, মাহমুদা আক্তারের ৫০ শতাংশ এবং শিশু উমায়েরের ১১ শতাংশ পুড়ে গেছে। জুবায়ের ও মাহমুদার অবস্থা আশঙ্কাজনক। উমায়েরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আবির খান বলেন, ‘সকালে হঠাৎ আগুন লাগার শব্দ শুনে আমরা ছুটে যাই। আগুন নিয়ন্ত্রণে এনে তাদের বের করে আনি। সম্ভবত গ্যাস লিকেজ হয়ে ঘরে গ্যাস জমে থাকায় আগুন ধরে যায়।’