ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫

ফাঁসিতে ঝুলে ছেলের আত্মহত্যা, পরে মায়ের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: মে ১১, ২০২৫, ০৯:২১ পিএম
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ সদর উপজেলায় মানসিক ভারসাম্যহীন ছেলে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যার পর ক্যান্সার আক্রান্ত মায়ের মৃত্যু হয়েছে।

রোববার (১১ মে) সকালে উপজেলার চর খরিচার মদিনা মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার আব্দুল হাই’র স্ত্রী আয়েশা বেগম (৫৫) ও তার ছেলে জসীম (৩৩)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আয়েশা দীর্ঘদিন যাবত ক্যান্সারে ভোগছিলেন। দিন দিন তার অবস্থার অবনতি হচ্ছিল। ঘটনার দিন সকালে ছেলে জসিম ঘরের আড়ার সঙ্গে ফাঁস নেয়। এতে ঘটনাস্থলেই জসিম মারা মারা যায়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের পর ক্যান্সার মায়ের মৃত্যু হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা-ময়নাতদন্তে মরদেহ দেয়ার আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে জসিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত মামলা হয়েছে।