ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫

ময়মনসিংহে ছাত্রদল নেতা হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৭:৫৫ পিএম
গ্রেপ্তার মো. রাশিদুল ইসলাম রানা ওরফে রাসু। ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবীর (২১) হত্যা মামলার মূল আসামি মো. রাশিদুল ইসলাম রানা ওরফে রাসু (২২)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

হত্যাকাণ্ডের ১৯ দিন পর গাজীপুর জেলার সদর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে র‍্যাব-১৪ এর একটি আভিযানিক দল আসামিকে গৌরীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

র‍্যাব জানায়, রাশিদুল ইসলাম রানা গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামের মো. শামসুল হকের ছেলে। হত্যাকাণ্ডের পর থেকে সে আত্মগোপনে ছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে র‍্যাব তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুন পূর্ব শত্রুতার জেরে স্থানীয় আব্দুল কাইয়ূমের ছেলে ছাত্রদল নেতা হুমায়ন কবীরকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে একদল হামলাকারী। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের তিন দিন পর, ১৬ জুন নিহতের বাবা মো. কাইয়ূম মিয়া গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নাম উল্লেখসহ মোট ১০ জনকে আসামি করা হয়।

গৌরীপুর থানার ওসি মো. দিদারুল ইসলাম জানান, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

র‍্যাব-১৪-এর অধিনায়ক মো. নয়মুল হাসান বলেন, ‘ঘটনার পরপরই আমরা ছায়া তদন্ত শুরু করি। তথ্যপ্রযুক্তির সহায়তায় মূল আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের ধরতে আমাদের অভিযান চলমান আছে।’