শনিবার, ১৯ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০১:১৬ পিএম

সরকারি হালট দখল করে বাড়ি নির্মাণ, ভোগান্তিতে এলাকাবাসী

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০১:১৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের সঞ্চুর গ্রামে সরকারি হালট দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এতে দীর্ঘদিনের পথ বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, তালতলা ঈদগাহ মাঠের উত্তর পাশে জনসাধারণের চলাচলের জন্য ব্যবহৃত একটি সরকারি হালট ছিল।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় আবু হানিফের ছেলে হেলাল উদ্দিন এই হালট দখল করে সেখানে স্থায়ীভাবে বাড়ি নির্মাণ করেছেন। ফলে উভয় পাশের বাসিন্দাদের চলাচল একপ্রকার বন্ধ হয়ে গেছে।

সঞ্চুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. সিরাজুল ইসলাম মাস্টার জানান, ‘এই হালট দিয়ে দীর্ঘদিন ধরে মানুষ যাতায়াত করত। কিন্তু হেলাল উদ্দিন সেখানে বাড়ি নির্মাণ করায় বাধ্য হয়ে লোকজন ঈদগাহ মাঠ দিয়ে চলাচল শুরু করে। এখন ঈদগাহ কমিটি সেই জায়গায় সীমানা নির্ধারণ করে বেড়া দেওয়ায় পুরোপুরি চলাচলের পথ বন্ধ হয়ে গেছে।’

তিনি আরও জানান,‘ চলতি বছরের ২০ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগপত্রে গ্রামের ইলিয়াস, নাজিম উদ্দিন, আবু হানিফ, আইনাল হক, আবু রায়হান সরকার, শামছুল হক, আব্দুল হান্নান, ইমদাদুল হক, সাইদুল, আব্দুছ ছালাম, জয়নাল, ফজলুল হক ও আবুল হাশেমসহ অনেকে স্বাক্ষর করেন।’

শনিবার (১৯ জুলাই) সরেজমিন পরিদর্শনে গেলে অভিযুক্ত হেলাল উদ্দিন বলেন, ‘এটা আমার জায়গা। আমি বহুদিন ধরে এখানে বসবাস করছি। জায়গাটা সঠিকভাবে মাপ দেওয়া হয়নি। সরকারি সার্ভেয়ার দিয়ে সঠিকভাবে মাপ দিলে যদি প্রমাণিত হয় এটি হালট, তাহলে আমি জায়গাটি ছেড়ে দেব।’

ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম মাস্টার ও সদস্য লুৎফর রহমান বলেন, ‘জমিটি এরই মধ্যে মাপা হয়েছে। বাড়িটি যে হালটের মধ্যেই পড়েছে, সেটা পরিষ্কার।’

পরে সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে ইউনিয়ন ভূমি সরকারি কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শনের জন্য পাঠানো হয়েছিল। পরে তিনি স্থানীয় ইউপি সদস্যসহ জায়গাটি পরিদর্শন করে তাদের ঘর সরিয়ে নিতে বললে তারা জায়গাটি মেপে হালটে পড়লে সরিয়ে নিবেন বলে স্বীকার করেছিলেন। পরে সার্ভেয়ার দিয়ে জায়গাটি আর মাপা হয়নি।’

এ ব্যাপারে তিনি আরও বলেন, ‘এলাকাবাসীর পক্ষ থেকে জায়গাটি মাপ দেওয়ার জন্য সরকারি সার্ভেয়ার চেয়ে একটি আবেদন দিলে আমরা এলাকাবাসীর উপস্থিতিতে তা মেপে দিব। বিষয়টি স্থানীয় সিরাজুল ইসলাম মাস্টারকে জানালে তিনি শিগিগিরই সার্ভেয়ারের জন্য দরখাস্ত করবেন বলে জানান।’

বিষয়টি নিয়ে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা জানান, ‘এ বিষয়ে সহকারী কমিশনারকে (ভূমি) ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। জায়গাটি সরকারি হালট হলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’

Shera Lather
Link copied!