মিয়ানমারের রাখাইন সীমান্ত থেকে ছোঁড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে ছেনুয়ারা বেগম নামে এক নারী আহত হয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে টেকনাফের হোয়াইক্যং ৩ নম্বর ওয়ার্ড তেচ্ছি ব্রিজ সীমান্ত এ ঘটনা ঘটে।
মোস্তাক আহমেদ নামে এক স্থানীয় বলেন, শনিবার হঠাৎ করে হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ ওপারে মিয়ানমার রাখাইন সীমান্তে ব্যাপক গোলাগুলির বিকট শব্দ শোনা যায়। এক পর্যায়ে একটি গুলি এসে আমার কম্পিউটার দোকানের টিন ছিদ্র হয়ে নিচে পড়ে। তখন আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি।
আহত ছেনুয়ারা বেগম বলেন, বিকেলে বাড়ির উঠানে হাঁটাহাঁটি করছিলাম। হঠাৎ করে আমার পায়ে এসে একটি গুলি লাগলো। তখন আমি মাটিতে পড়ে যাই।
হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমেদ আনোয়ার বলেন, বিকেলের তেচ্ছিব্রিজ ওপারে মিয়ানমার সীমান্তে গোলাগুলির শব্দের খবর পাওয়া যায়। এতে তেচ্ছি ব্রিজ এলাকার ছেনুয়ারা বেগম নামে এক নারী পায়ে লাগে। বর্তমানে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জেনেছি।
তিনি বলেন, আমি প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন জানান, হোয়াইক্যং তেচ্ছি ব্রিজে এক নারী গুলিতে আহত হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে বিস্তারিত খবর নেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন