ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘জনগণের জানমালের দায়িত্ব বিএনপির। তাই অপরাধীর ঠাঁই নান্দাইলের মাটিতে হবে না। এলাকায় কোনো সন্ত্রাস, দখলবাজ ও চাঁদাবাজের স্থান হবে না। জনগণকে নিয়ে এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম।’
বৃহস্পতিবার (২৪ জুলাই) ময়মনসিংহের নান্দাইলে ৩নং নান্দাইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঝালুয়া বাজারসংলগ্ন মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
বক্তব্যের শুরুতে তিনি ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের, জুলাই আন্দোলনে নিহতদের এবং তার পিতা সাবেক সংসদ সদস্য মরহুম আনোয়ারুল হোসেন খান চৌধুরী ও চাচা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি আরও বলেন, দলের দুঃসময়ের কর্মীদের মূল্যায়ন করা হবে এবং জনসম্পৃক্ত, ত্যাগী ও যোগ্য নেতাদের দলীয় পদে স্থান দেওয়া হবে।
উপজেলা বিএনপির সদস্যসচিব এনামুল কাদের এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটনের যৌথ সঞ্চালনায় কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম, নাজমুল হাসান, কাজী গোলাম মোস্তফা, কাজী আব্দুস সাত্তার, আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জসিম উদ্দিন ফকির, পৌর বিএনপির সদস্যসচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির, যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন বাদল, উপজেলা বিএনপির সদস্য মো. আশরাফ আলী প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। ইয়াসের খান চৌধুরী তার বক্তব্যে আরও বলেন, ‘সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে আমরা দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।’
কর্মী সম্মেলনে ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে সম্মেলনস্থল এক জনসমাবেশে রূপ নেয়। আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এই কর্মী সম্মেলনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় নেতা-কর্মীরা।