ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

নুরাল পাগলার লাশের ওপর তেল ছিটানো ব্যক্তি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৬:১৮ পিএম
গত ৫ সেপ্টেম্বর নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে ফেলে বিক্ষুব্ধ জনতা। ছবি- সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার লাশের ওপর তেল ছিটানো ব‌্য‌ক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে ফরিদপুর জেলার নগরকান্দা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব।

গ্রেপ্তার ব্যক্তির নাম নজরুল ইসলাম নজির (৩৩)। সে গোয়ালন্দ উপ‌জেলার উজানচর ইউনিয়নের নাসের মাতুব্বরপাড়া গ্রামের আকবর শেখের ছেলে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব ব‌লেন, ‘গত ৫ সেপ্টেম্বর জুম্মার নামাজের পর ঈমান-আকিদা রক্ষা কমিটির ব্যানারে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় পু‌লিশসহ অর্ধশত মানুষ আহত হয়। হামলায় নিহত হয় নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা।’

পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপর, ভাঙচুর করা হয় পু‌লি‌শের গাড়ি। পরে নুরাল পাগলার লাশটি কবর থেকে তুলে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় শুক্রবার রাতেই অজ্ঞাতনামা ৩ হাজার ৫০০ জনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। 

অন্যদিকে, নুরাল পাগলার দরবারে হামলায় ভক্ত রাসেল মোল্লা নিহতের ঘটনায় গত সোমবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় অজ্ঞাতনামা ৪ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেন তার বাবা আজাদ মোল্লা। মামলায় হত্যাসহ অগ্নিসংযোগ, লাশ পোড়ানো, ক্ষতিসাধন, চুরি ও জখমের অভিযোগ আনা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব আরও ব‌লেন, ‘নুরাল পাগ‌লার মর‌দে‌হ পোড়া‌নোর সময় তেল ছি‌টি‌য়ে ছিল নজরুল ইসলাম নজির। গুরুতর জখম, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা, কবর থেকে লাশ উত্তোলন, পোড়ানো মামলায় তা‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। দু‌টি মামলায় মোট ২৪ জন‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।’