ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

শেষ মুহূর্তের গোলে চেলসিকে রুখে দিল ব্রেন্টফোর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৫:১১ পিএম
চেলসি ও ব্রেন্টফোর্ড। ছবি- সংগৃহীত

চেলসিকে শেষ মুহূর্তের গোলে সমতায় দাঁড় করিয়ে দিল ব্রেন্টফোর্ড। শনিবার রাতের গেমে গটেক কমিউনিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগ ম্যাচে চেলসি প্রথমে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে কোল পালমার ও মোইজেস কাইসেডোর গোলে জয়ের স্বপ্ন দেখছিল চেলসি। কিন্তু শেষ মুহূর্তে ফাবিও কার্ভালহো গোল করে ২-২ সমতায় শেষ করল ম্যাচ।

চেলসি কোচ এনজো মারেস্কা ম্যাচ শেষে জানিয়েছে, আমরা ম্যাচের ওপরই মনোযোগ দিয়েছিলাম, বায়ার্ন মিউনিখ বা চ্যাম্পিয়নস লিগ কখনও চিন্তার অংশ ছিল না।

আমাদের লক্ষ্য হলো প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্স করা, যাতে আগামী মৌসুমেও চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পাই।

ম্যাচের প্রথমার্ধে চেলসি কিছুটা নিস্প্রাণ ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে চারজন খেলোয়াড় পরিবর্তনের পর পরিস্থিতি বদলায়। বিশেষভাবে কল পালমারের প্রবেশ চেলসির আক্রমণাত্মক রূপকে ফের জীবন্ত করেছে।

কল পালমারকে নিয়ে চেলসি কোচ বলেন, কল শুরু থেকেই পুরো ফিট ছিলেন না, তবে এখন ফিট, তাই আমরা খুবই খুশি।

এদিন ম্যাচে ব্রেন্টফোর্ডের কেভিন শ্যাডের ৩৫তম মিনিটের গোল চেলসিকে পিছিয়ে দিয়েছিল। এরপর পালমারের ঝড়ো পারফরম্যান্সের ফলে ৬০তম মিনিটে চেলসি সমতা ফেরায় এবং মোইসেস কাইসেডোর করা গোল মনে হয়েছিল জয় নিশ্চিত করবে।

তবে ৯০তম মিনিটে কার্ভালহো মাঠে নেমে ৯৩ মিনিটে লম্বা থ্রো থেকে চূড়ান্ত সমতা এনে দেন।