ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

বন্ধুর বাড়িতে মিলল যুবকের মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ১০:২৫ এএম
নান্দাইল থানা। ছবি- সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ জুলাই) রিয়াদ মিয়া (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

রিয়াত নান্দাইলের পোঁড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা।

অটোরিকশা চুরির অভিযোগকে কেন্দ্র করে রিয়াদ মিয়াকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

কয়েকদিন আগে হানিফ মিয়ার একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি হয়। চুরির সঙ্গে জড়িত সন্দেহে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে হানিফের লোকজন রিয়াদকে আটক করে আচারগাঁও বিলপাড়ায় সালিশে হাজির করে। সেখানে রিয়াদ অপর বন্ধু নাদিম মিয়ার জড়িত থাকার কথা স্বীকার করেন।

পরবর্তীতে নাদিম ও তার মা সালিশে এসে চুরির কথা স্বীকার করে টাকা ফেরত দেওয়ার মুচলেকা দেন এবং রিয়াদ ও নাদিমকে ছাড়িয়ে নিয়ে যান। সেদিন রাতেই রিয়াদ নাদিমদের বাড়িতে রাত্রিযাপন করেন। কিন্তু বুধবার সকালে নাদিমদের বাড়ি থেকে রিয়াদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নান্দাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাহিদুল ইসলাম জানান, ‘নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই রিয়াদের বন্ধু নাদিম ও তার পরিবারের সদস্যরা পলাতক।’