ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

ছাত্রদল নেতার ‘আয়নাঘর’, টাকার জন্য পেটানো হতো মানুষকে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৭:০৫ পিএম
পুকুরের এই ঘরে নির্যাতন করা হতো। ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের তারাকান্দায় হিজবুল আলম জিয়েস নামে এক ইউনিয়ন ছাত্রদল নেতার ‘আয়না ঘর’-এর সন্ধান মিলেছে, যেখানে সাধারণ মানুষকে ধরে এনে জিম্মি করে টাকা আদায় করা হতো। টাকা দিতে না পারলে বেধড়ক মারধর করা হতো।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে বিষয়টি সামনে আসে। এরপর একের পর এক তার চাঁদাবাজি ও অপকর্মের তথ্য প্রকাশ পেতে থাকে।

এসব অভিযোগের প্রেক্ষিতে ১০ আগস্ট রাতে জিয়েসের দুই সহযোগী রাফি ও আব্দুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন রাত ৯টায় প্রধান আসামি হিজবুল আলম জিয়েসকেও গ্রেপ্তার করা হয়।

জিয়েস বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং মাঝিয়ালী গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে। ২০২১ সালের ২৯ ডিসেম্বর থেকে তিনি ওই পদে আছেন। ৫ আগস্টের পর থেকে তিনি চাঁদাবাজিসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

গত ৮ আগস্ট বিকেলে জিয়েস মাঝিয়ালী বাজারে এক নাপিতের কাছে চুল কাটার পর টাকা না দিয়ে উল্টো ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় সেলুন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে নাপিত ও তার ভাইকে মারধর করা হয়। পরে সেলুনে তালাও লাগিয়ে দেন জিয়েস। পরে নাপিত মামুন সরকারের সহায়তায় সেলুন খুললেও সন্ধ্যায় আবার তাকে মারধর করা হয়। বিষয়টি জানালে মামুন সরকারকেও মারধরের শিকার হতে হয়।

মারধরে ব্যবহৃত সরঞ্জামাদি ও গ্রেপ্তার ২ ছাত্রদল কর্মী

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মামুন সরকার জানান, ‘ছাত্রদল তারেক রহমানের আদর্শে গড়া সংগঠন। কিন্তু জিয়েস তার পদ ব্যবহার করে চাঁদাবাজি, নির্যাতন, মাদক সেবনসহ নানা অপরাধ করছে, যা আদর্শ পরিপন্থী। তার প্রতিবাদ করায় আমাকে গুরুতর আহত করা হয়েছে।’

ভিডিওতে দেখা যায়, জিয়েসের সহযোগীরা এক যুবককে মারধর করে তার গলায় অস্ত্র ধরে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করছে। পরে টাকা দিতে রাজি হলে তাকে ছেড়ে দেওয়া হয়। নির্যাতনের শিকার জুয়েল ও রাসেল জানান, প্রাণনাশের ভয় দেখিয়ে জিয়েস তাদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করেছেন।

স্থানীয় ইউপি সদস্য আবু তাহের জানান, “জিয়েস প্রায়ই নেশায় মত্ত থাকে এবং আমাকে হুমকি দিয়েছে। তার ‘টর্চার সেল’ রয়েছে, যেখানে মানুষকে আটকে নির্যাতন করা হয়। এ ধরনের দুষ্টাচার নির্মূল করে সর্বোচ্চ বিচারের আওতায় আনা হোক।”

তারাকান্দা থানার ওসি মুহাম্মদ টিপু সুলতান বলেন, ‘অভিযোগ পেয়ে মামলা নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া হিজবুল আলম জিয়েসকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে। তদন্ত চলছে, আরও কারা জড়িত আছে তাও যাচাই করা হচ্ছে।’

জিয়েসের গ্রেপ্তারের পর ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।