ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজের একদিন পর সিনথিয়া (৭) নামে এক শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিনথিয়া উপজেলার সালটিয়া গ্রামের রুবেল মিয়ার মেয়ে।
জিআরপি ফাঁড়ি পুলিশ জানায়, শিশুটির মা সুমি বেগম স্টেশন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন এবং মানুষের বাসা বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সিনথিয়া মায়ের সাথে বাস করতো ও স্টেশন এলাকায় ঘুরে বেড়াতো। বুধবার বিকেল থেকে সিনথিয়া নিখোঁজ ছিল। পরে অনেক জায়গায় খোঁজাখোঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার স্টেশন এলাকার পুকুরে ভোররাতে স্থানীয় মসজিদের ইমাম ফজরের নামাজের ওযু করতে গিয়ে পুকুরে শিশুর লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।]
গফরগাঁও থানার ওসি মো. বাচ্চু মিয়া বলেন, ওই শিশু গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিল। ধারণা করা হচ্ছে শিশুটি পুকুরের পানিতে ডুবে মারা গেছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শিশুর শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি।
তাই, লাশ বিনা-ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।