বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে পাঁচানি উচ্চ বিদ্যালয়ে গাছের চারা রোপণ করা হয়েছে। এই উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা ছাত্রদল নেতা হৃদয় হাসান।
রোববার (২৪ আগস্ট) সকালে আড়াইশ ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানের আয়োজন করা হয় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরীর নির্দেশনায়।
এ সময় উপস্থিত ছিলেন পাচানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইজুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা হৃদয় হাসান, রুবায়েত ইসলাম প্রান্ত, সাকিব হাসান, মনির হাসান, বাদন, পাবেল মিয়াসহ শিক্ষক ও ছাত্রছাত্রীদের একটি দল।
উপজেলা ছাত্রদল নেতা হৃদয় হাসান বলেন, ‘গণতন্ত্রের জননী ও আপসহীন নেতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আমার ব্যক্তিগত উদ্যোগে আড়াই শ গাছের চারা রোপণ করা হয়েছে। আরও ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের চারা রোপণের কার্যক্রম চলবে।’
বৃক্ষরোপণ শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।