ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

ময়মনসিংহে নায়ক সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৯:৪০ পিএম
সালমান শাহ’র মৃত্যুবার্ষিকীতে ময়মনসিংহে দোয়া। ছবি- রূপালী বাংলাদেশ

বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ’র ২৯তম মৃত্যুবার্ষিকীতে ময়মনসিংহে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) নগরীর চরপাড়া এলাকায় শোকর‍্যালি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে ময়মনসিংহ সালমান শাহ ফ্রেন্ডস গ্রুপ।

এ সময় ভক্ত রাজ মাহমুদ মেঘনা বলেন, ‘১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ইতিহাসের এই দিনে বাড়ির সবাই মিলে সালমান শাহ’র ছবি দেখছিলাম বিটিভিতে। ছবির মাঝখানে বিকেল ৪টার বাংলা সংবাদে হঠাৎ ঘোষণা আসে, চিত্রনায়ক সালমান শাহ আর নেই। খবরটা প্রথমে অবিশ্বাস্য মনে হয়েছিল। কয়েকদিন আগেই শুটিং স্পটে ঘাড়ে ব্যথা পেয়েছিলেন তিনি। অনেকে ভেবেছিল হয়তো সেই কারণে মারা গেছেন। কিন্তু কিছুক্ষণ পরপরই একই ঘোষণা আসে। সেই বিভীষিকাময় সংবাদ আজও ভুলতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘সালমান শাহ আর নেই, কিন্তু রয়ে গেছেন তার অসংখ্য ভক্ত। স্মৃতিতে তিনি চিরদিন অম্লান থাকবেন।’

শোকর‍্যালিতে অসংখ্য ভক্ত অংশ নেন। র‍্যালি শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং সালমান শাহ’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।