এশিয়া কাপের ট্রফি হস্তান্তর নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভির মধ্যে সৃষ্ট অচলাবস্থা আরও তীব্র হলো।
নভেম্বরের আগে চ্যাম্পিয়ন ভারতের হাতে ট্রফি না পৌঁছালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর সভায় আনুষ্ঠানিক অভিযোগের হুমকি দিয়েছে বিসিসিআই। এর জবাবে এসিসি চেয়ারম্যান নাকভি ট্রফি ভারতে পাঠাতে সরাসরি অস্বীকার করে একটি পাল্টা প্রস্তাব দিয়েছেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর চেয়ারম্যানের দায়িত্বও পালন করা নাকভি বিসিসিআইকে প্রস্তাব দিয়েছেন যে, নভেম্বরের প্রথম সপ্তাহে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হোক। সেই অনুষ্ঠানে ভারতীয় দলের একজন খেলোয়াড় এসে তাঁর হাত থেকে ট্রফিটি গ্রহণ করুক।
বিষয়টি সামনে আসে পাকিস্তানি সাংবাদিক ফয়জান লাখানির একটি ‘এক্স’ (সাবেক টুইটার) পোস্টের মাধ্যমে। লাখানি জানান, বিসিসিআইয়ের পক্ষ থেকে ট্রফি হস্তান্তরের অনুরোধ পাওয়ার পরই নাকভি এই অনুষ্ঠানের প্রস্তাব দেন।
লাখানি লেখেন, এশিয়া কাপ ট্রফি ইস্যু: বিসিসিআই আবারও এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির কাছে ট্রফি হস্তান্তরের অনুরোধ করেছে।
নাকভি জবাবে নভেম্বরের প্রথম সপ্তাহে একটি অনুষ্ঠানের আয়োজন করতে চেয়েছেন এবং বলেছেন, তোমাদের একজন খেলোয়াড়কে নিয়ে এসো, ট্রফি ওর হাতেই দেব।
অন্যদিকে, বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া 'ইন্ডিয়া টুডে'-কে জানিয়েছেন যে, ভারতীয় বোর্ড আনুষ্ঠানিকভাবে ইমেইল মারফত নাকভিকে অনুরোধ করেছেন যেন তিনি এশিয়া কাপের ট্রফি ফেরত দেন।