ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

নান্দাইলে ইউনিয়ন বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৮:৩৪ পিএম
নান্দাইলে বিএনপির কমিটি নিয়ে মানববন্ধন। ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে সদ্য ঘোষিত বীরবেতাগৈর ইউনিয়ন বিএনপির কমিটিতে ‘অযোগ্য ও আওয়ামী দোসরদের’ অন্তর্ভুক্তির অভিযোগ এনে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে দলের ‘ত্যাগী ও নির্যাতিত’ নেতাকর্মীরা। একইসঙ্গে অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান, অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে বীরবেতাগৈর ইউনিয়নের বীরকামটখালী দক্ষিণ বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সদ্য ঘোষিত কমিটিতে এমন সব ব্যক্তিকে রাখা হয়েছে যারা অতীতে দলের জন্য কোনো অবদান রাখেননি, বরং আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। এমনকি যিনি বিগত সরকারের আমলে ১৫ আগস্ট শোক দিবসে কালো ব্যাজ ধারণ করে শোক পালন করেছিলেন, তাকেই বিএনপির ওই কমিটির আহ্বায়ক করা হয়েছে।

অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে দলের জন্য জেল-জুলুম সহ্য করেছেন, রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, তাদের বাদ দিয়ে অযোগ্য ও সুবিধাবাদীদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এটি দলের ত্যাগী নেতাকর্মীদের জন্য হতাশাজনক এবং কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে বক্তারা মন্তব্য করেন।

মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আবুল কাশেম বিডিআর, বিএনপি নেতা জুয়েল মিয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম মাস্টার, যুবদল নেতা সোহরাব উদ্দিনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।