সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগ বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে ময়মনসিংহের নান্দাইলে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইত্তেফাকুল উলামা নান্দাইল উপজেলা শাখার আয়োজনে চন্ডিপাশা হাইস্কুল খেলার মাঠে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও উপজেলা সদরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ইত্তেফাকুল উলামা নান্দাইল শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম কাসেমীর সভাপতিত্বে এবং মাওলানা আমরুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্তে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
দলটির নেতৃবৃন্দ আরও জানান, দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ। শিশুরা নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে বেড়ে উঠুক, এটাই তাদের প্রত্যাশা। তাই প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া অত্যাবশ্যক। তারা আরও বলেন, নৈতিক অবক্ষয় রোধ এবং একটি সুনাগরিক গড়ে তোলার জন্য ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই।
বক্তারা জানান, তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তারা সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন, জনদাবিকে গুরুত্ব দিয়ে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করার জন্য।
উক্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অ্যাড. আনোয়ারুল ইসলাম চাঁন, মুফতি সাইদুর রহমান, মাওলানা মুফতি শামছুল ইসলাম, ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়ালী উল্লাহ, উপজেলা জামায়াতের আমির কাজী শামসুদ্দিন, উমর ফারুক নোমানী, প্রভাষক নরুল আমিন, মুফতি এনাতেুল ইসলাম মুক্তি, মুফতি শহীদুল্লাহ, মাওলানা নুরুল আলম, মাওলানা গোলাম মোস্তফাসহ আলেম-উলামা, মসজিদের ইমাম, শিক্ষক, শিক্ষার্থী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন